গত বছর স্যামসাং মোবাইলের প্রধান নির্বাহী "ডিজে কোহ" একটি সাক্ষাত্কারে বলেন, স্যামসাং ভারতের মত বাজারে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে। সেই পদক্ষেপের ফল হিসাবে ভ্যালু ফর মানি রেঞ্জে , 'এম সিরিজ' আনছে স্যামসাং আগের 'জে' এবং 'অন' সিরিজের পরিবর্তে ।
এম সিরিজের তিনটি মোবাইল গ্যালাক্সি এম ১০, গ্যালাক্সি এম ২০ এবং গ্যালাক্সি এম ৩০। ভারতে প্রথমে অ্যামাজন এক্সক্লুসিভ হিসাবে ২৮ জানুয়ারী উন্মোচন করা হবে এই স্মারতফোনগুলো । পরে, এম সিরিজ মোবাইল ফোন অন্য কিছু এশিয়ান দেশে বিক্রি শুরু করা হবে। নচ ডিসপ্লে স্যামসাং এর মোবাইলে এই প্রথম এম-সিরিজ ফোনগুলির দ্বারা পাওয়া যাবে।
তাদের প্রধান বৈশিষ্ট্য জেনে নিনঃ
গ্যালাক্সি এম ১০ঃ
গ্যালাক্সি এম ১০ ডিভাইসটি প্রায় ৬.২ ইঞ্চি এইচডি রেজোলিউশন (১৫২০ × 7২0) এর আইপিএস ডিসপ্লে যুক্ত এই ডিভাইসে থাকবে ৩৪০০ মিলি আম্প্যায়ার ব্যাটারি ।
চিপসেট হিসাবে থাকবে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস ৭৮৭০ থাকবে। বলে রাখা দরকার যে, এই চিপসেটগুলি তাদের গ্যালাক্সি জে ৭ প্রো ফোনটিতে ব্যবহার করা হয়েছিল।
এর ডুয়াল ক্যামেরাগুলির মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেল এর সেন্সর য কিনা প্রধান ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল এর ক্যামেরা থাকতে পারে।
ডিভাইসটিতে র্যাম / রম অপশন হিসাবে থাকতে পারে (৩/১৬) জিবি অথবা (৩/৩২) জিবি। গ্যালাক্সি এম ১০ এর সম্ভাব্য বাজার মূল্য হতে পারে ভারতের 9 হাজার রুপি এবং বাংলাদেশে ১২ থেকে ১৪ হাজার টাকা ।
গ্যালাক্সি এম ২০ঃ
অন্যদিকে, গ্যালাক্সি এম সিরিজটি 5000 মিলি আম্পিয়ার ব্যাটারির নিয়ে দ্বিতীয় মোবাইলটি হল, গ্যালাক্সি এম ২০।
স্যামসাংয়ের বাজেট ফোন হিসাবে গ্যালাক্সি এম ২০ ই এই প্রথম ইউএসবি টাইপ সি পোর্টের সাথে ফাস্ট চার্জিং এর ফিচার এর সাথে আসবে।
স্যামসাং গ্যালাক্সি এম ২০ এর চিপসেট হবে স্যামসাং এর নিজস্ব এক্সিনোস ৭৮৮৫। এই একই চিপসেট গ্যালাক্সি এ৮ / এ৮+ এও ব্যবহার করা হইয়েছিল। যেখানে স্যামসাং গ্যালাক্সি এ ৮+ এর বাংলাদেশে বর্তমান আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা।
এম 20 এর মদ্ধে থাকবে ফুল এইছডি+ রেজুলেশন (১০৮০ ✖ ২৩৪০) সহ ৬.৩ ইঞ্চি এর আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে।
বক্সের বাইরে থেকে অ্যান্ড্রয়েড ভেরিয়েন্ট (৮.১) চালিত মোবাইল ফোনটি শীঘ্রই আপডেট পাবে স্যামসাংয়ের নতুন ওয়ানইউয়াই যুক্ত অ্যান্ড্রয়েড পাই ভার্শনে ।
এছাড়া, লো টু মিড রেঞ্জের মদ্ধে প্রথম মোবাইল হবে গ্যালাক্সি এম ২০ যাতে আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা থাকবে ।
এটির মূল ক্যামেরা হিসাবে থাকবে একটি ১৩ মেগাপিক্সেলের একটি 'f / ১.৯' অ্যাপারচার যুক্ত ক্যামেরা এবং আরও থাকবে একটি ৫ মেগাপিক্সেলের আল্টা ওয়াইড এঙ্গেল ক্যামেরা যা 'f / ২.২ ' অ্যাপারচারের। সামনে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা থাকবে।
প্লাস্টিকের বডির গ্যালাক্সি এম ২০ এর র্যাম / রোম (৩/৩২) জিবি বা (৩/৬৪) জিবি , যার মূল্য হতে পারে ১৩ হাজার ভারতীয় রুপি এবং বাংলাদেশে পাওয়া যেতে পারে ১৭-২০ হাজার টাকা এর মদ্ধে।
গ্যালাক্সি এম ৩০ঃ
সবশেষে তিনটি মোবাইলের একমাত্র মোবাইল হিসেবে স্যামসাং এর সিগনেচার খ্যাত সুপার এমোলেড ডিসপ্লে থাকবে গ্যালাক্সি এম৩০ এর মধ্যে।
গ্যালাক্সি এম২০ এর মতো ইউএসবি টাইপ সি সহকারে ৫০০০ মিলি এম্পায়ার ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত এই মোবাইলে ব্যবহার করা হয়েছে তিনটি রিয়ার ক্যামেরা।
সামনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল এর ক্যামেরা। চিপসেট হিসেবে স্যামসাং এর নতুন বাজেট চিপ থাকার সম্ভাবনা আছে। এর সম্ভাব্য বাজারমূল্য ২০ হাজার ভারতীয় রুপির উপরে যা দেশে ২৫ হাজারের মতো হবে বলে আশা করা যায়।
অবাক করার মতো ব্যাপার হচ্ছে স্যামসাং মোবাইল শুরু থেকেই ডিসপ্লে নচ ব্যবহার থেকে বিরত ছিল এবং বহুবার নচ ব্যবহারের জন্য এপল কে ট্রোল করেছে।
অথচ এই সময়ে এসে তারা ইনফিনিটি ইউ অথবা ইনফিনিটি ভি টাইটেলের টিয়ারড্রপ নচ যুক্ত ডিসপ্লের মোবাইল নিয়ে হাজির হচ্ছে।
জানা গিয়েছে এম সিরিজ বিশেষ ভাবে ভারতের মিলেনিয়াল বা ৯০ দশকে জন্ম নেওয়া তরুণ গ্রাহকদের জন্য বানানো হচ্ছে। যদিও এম সিরিজ কবে নাগাদ আমাদের দেশে আসবে অথবা আদৌ আসবে কিনা তা নিয়ে কোন তথ্য জানা যায়নি।
যদিও স্যামসাং এবার বাজেট রেঞ্জে নজর দিচ্ছে এই ব্যাপারটা এ দেশের অনেক স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুসংবাদ। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে স্যামসাং মোবাইলের এই পদক্ষেপ।
0 Comments