
স্মার্টফোন দুনিয়ায় বিক্রির দিক দিয়ে স্যামসাং বিশ্বব্যাপী এক নাম্বার অবস্থানে থাকা স্বত্বেও ভারতে বেশ কিছু সময় ধরে স্যামসাংকে হটিয়ে এক নাম্বার অবস্থানে রয়েছে শাওমি। মূলত লো এবং মিড বাজেট রেঞ্জের ডিভাইস গুলোতে দাম অনুযায়ী তুলনামূলক কম শক্তিশালী স্পেক থাকার কারনেই ভারতের মতো বড় একটি বাজারে তাদের প্রথম স্থান হারিয়েছে স্যামসাং।
সেই হারানো স্থান পুনরায় ফিরে পেতে স্যামসাং এর বেশ বড় একটি পদক্ষেপ হচ্ছে তাদের নতুন গ্যালাক্সি এম সিরিজ। বাজেট রেঞ্জে বাজার পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে স্যামসাং এর এই নতুন সিরিজের আগমন যাতে সবাইকে আশ্চর্য করে দিয়ে প্রথমবারের মতো নচ যুক্ত ডিসপ্লের ফোন এনেছে স্যামসাং।
সেই হারানো স্থান পুনরায় ফিরে পেতে স্যামসাং এর বেশ বড় একটি পদক্ষেপ হচ্ছে তাদের নতুন গ্যালাক্সি এম সিরিজ। বাজেট রেঞ্জে বাজার পরিবর্তনের উদ্দেশ্য নিয়ে স্যামসাং এর এই নতুন সিরিজের আগমন যাতে সবাইকে আশ্চর্য করে দিয়ে প্রথমবারের মতো নচ যুক্ত ডিসপ্লের ফোন এনেছে স্যামসাং।
অনলাইন এক্সক্লুসিভ হিসেবে আজ ২৮ জানুয়ারি ২০১৯, ভারতে উন্মোচন করা হয়েছে গ্যালাক্সি এম সিরিজ এর সর্বপ্রথম দুইটি মোবাইল। যাদের অফিসিয়াল নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম১০ এবং স্যামসাং গ্যালাক্সি এম২০। চলুন একনজরে দেখে নি এদের মূল ফিচারগুলো-
গ্যালাক্সি এম১০ঃ
গ্যালাক্সি এম১০ঃ
ভারতীয় আট হাজার রুপি মূল্য থেকে শুরু হওয়া গ্যালাক্সি এম১০ এর মধ্যে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে আল্টা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং মেইন ক্যামেরা হিসেবে থাকছে এফ/১.৯ অ্যাপারচার যুক্ত ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
ফ্রন্ট ক্যামেরায় থাকছে এফ/২.০ অ্যাপারচার যুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। স্যামসাং এক্সিনোজ ৭৮৭০ চিপসেট যুক্ত গ্যালাক্সি এম১০ এ থাকছে এইচডি+ রেজুলেশনের ৬.২২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে। নচযুক্ত ডিসপ্লে হওয়ায় বড় স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাচ্ছে।
৩৪০০ মিলি এম্পায়ার ব্যাটারি যুক্ত এম১০ এর দুটি ভার্সন উন্মোচিত হয়েছে যথা ২ জিবি র্যাম এবং ১৬ জিবি স্টোরেজ অথবা ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।
যেখানে (২/১৬) জিবি এর দাম ৭,৯৯০ রুপি যা টাকায় রূপান্তর করলে প্রায় ৯০০০ টাকা এর মতো এবং (৩/৩২) জিবি এর দাম ৮,৯৯০ রুপি যা টাকায় রূপান্তর করলে প্রায় ১১ হাজার টাকার মতো হয়।
প্লাস্টিক বডির এই ফোনে ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক পাচ্ছেন। তবে থাকছেনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যার জন্য ফোন আনলকের ক্ষেত্রে ফেস আনলক ফিচারের সাহায্য নিতে হবে। লাউডস্পিকারটি থাকছে ফোনের পিছনের অংশে।

গ্যালাক্সি এম২০ঃ
স্যামসাং গ্যালাক্সি এম২০ তে থাকছে গ্যালারি এম১০ এর মতো ক্যামেরা সেট আপ। যদিও সামনে পাবেন ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনের মূল আকর্ষন এর ৫০০০ মিলি এম্পায়ার এর বিশাল ব্যাটারি এবং স্যামসাং দাবী করছে ফুল চার্জ দিয়ে প্রায় ৪৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে গ্যালাক্সি এম২০ তে। তারসাথে একে দ্রুত চার্জ করার জন্য বক্সে থাকবে ১৫ ওয়াট এর ফাস্ট চার্জার ।
তারপর চিপসেট হিসেবে থাকছে স্যামসাং এর লেটেস্ট এক্সিনোজ ৭৯০৪ চিপ। এক্সিনোজ ৭৯০৪ চিপসেটে অক্টাকোর প্রসেসর পাচ্ছেন যার দুটি কোর কর্টেক্স এ৭৩ আর্কিটেকচার এর ১.৮ গিগাহার্জ ফ্রিকুয়েন্সির পারর্ফমেন্স কোর এবং বাকি ছয়টি কোর হচ্ছে কর্টেক্স এ৫৩ এর ১.৬ গিগাহার্জের পাওয়ার সেভিং কোর।
একইসাথে এম২০ তে থাকছে ডলভি এটমোস এর সাপোর্ট শুধুমাত্র হেডফোন/ইয়ারফোন এর ক্ষেত্রে। ইয়ারফোন ব্যবহারের জন্য ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্ট তো থাকছেই।
প্লাস্টিক বডির এম২০ এর সামনের দিকে ইনফিনিটি ভি নচ যুক্ত ফুলএইচডি+ রেজুলেশনের ৬.৩ ইঞ্চের টিএফটি ডিসপ্লে পাবেন যার পিক্সেল ডেনসিটি ৪০৯ পি পি আই। তারসাথে পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও পাবেন।
এম২০ এর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভার্সনের দাম নির্ধারন করা হয়েছে ১০,৯৯০ রুপি যা দেশীয় টাকায় ১৩ হাজার টাকার মতো এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের বাজারমূল্য ১২,৯৯০ রুপি যা টাকায় রূপান্তর করলে প্রায় ১৫,৫০০ টাকা হয়।
এই ফোনের মূল আকর্ষন এর ৫০০০ মিলি এম্পায়ার এর বিশাল ব্যাটারি এবং স্যামসাং দাবী করছে ফুল চার্জ দিয়ে প্রায় ৪৮ ঘণ্টা ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে গ্যালাক্সি এম২০ তে। তারসাথে একে দ্রুত চার্জ করার জন্য বক্সে থাকবে ১৫ ওয়াট এর ফাস্ট চার্জার ।
তারপর চিপসেট হিসেবে থাকছে স্যামসাং এর লেটেস্ট এক্সিনোজ ৭৯০৪ চিপ। এক্সিনোজ ৭৯০৪ চিপসেটে অক্টাকোর প্রসেসর পাচ্ছেন যার দুটি কোর কর্টেক্স এ৭৩ আর্কিটেকচার এর ১.৮ গিগাহার্জ ফ্রিকুয়েন্সির পারর্ফমেন্স কোর এবং বাকি ছয়টি কোর হচ্ছে কর্টেক্স এ৫৩ এর ১.৬ গিগাহার্জের পাওয়ার সেভিং কোর।
একইসাথে এম২০ তে থাকছে ডলভি এটমোস এর সাপোর্ট শুধুমাত্র হেডফোন/ইয়ারফোন এর ক্ষেত্রে। ইয়ারফোন ব্যবহারের জন্য ৩.৫ মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্ট তো থাকছেই।
প্লাস্টিক বডির এম২০ এর সামনের দিকে ইনফিনিটি ভি নচ যুক্ত ফুলএইচডি+ রেজুলেশনের ৬.৩ ইঞ্চের টিএফটি ডিসপ্লে পাবেন যার পিক্সেল ডেনসিটি ৪০৯ পি পি আই। তারসাথে পিছনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও পাবেন।
এম২০ এর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভার্সনের দাম নির্ধারন করা হয়েছে ১০,৯৯০ রুপি যা দেশীয় টাকায় ১৩ হাজার টাকার মতো এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভার্সনের বাজারমূল্য ১২,৯৯০ রুপি যা টাকায় রূপান্তর করলে প্রায় ১৫,৫০০ টাকা হয়।

বর্তমানে এন্ড্রয়েড ওরিও ৮.১ এর উপর ভিত্তি করে তৈরি করা স্যামসাং এক্সপেরিয়েন্স ইউয়াই ৯.৫ এর বিশেষ ভার্সনে চালিত এই দুই মোবাইলে আগস্ট মাসে স্যামসাং এর ওয়ান ইউআই যুক্ত এন্ড্রয়েড পাই এর আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
যদিও দুটি মোবাইলের বক্সে ইয়ারফোন থাকছে না কিন্তু গ্যালাক্সি এম১০ এবং এম২০ এ থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, যা ৫১২জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
উভয় মোবাইল ভারতে ৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে অনলাইনে বিক্রি শুরু করা হবে। স্যামসাং এর ভাষ্যমতে এম সিরিজ মূলত একটি অনলাইন সিরিজ হিসেবেই থাকবে যা দিয়ে তারা তরুণ ক্রেতাদের মন জয় করতে চায়।
ভারতের ক্ষেত্রে শুরুতে অফার হিসেবে থাকছে, দশ মাস পর্যন্ত প্রতিদিন চার জিবি ডাটা জিও এর পক্ষ থেকে। তারসাথে উভয় মোবাইলের কালার অপশন হিসেবে থাকছে, ওশ্যান ব্লু এবং চার্কোল ব্লাক। তাছাড়া উভয় মোবাইলেই ওয়াইডভাইন এল১ সিকিউরিটি সার্টিফিকেশন রয়েছে যার কারনে নেটফ্লিক্স অথবা আমাজন প্রাইমে সর্বোচ্চ রেজুলেশনে ভিডিও স্ট্রিম করা যাবে।
খুব শীগ্রই ফোন দুটি বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে বলে তথ্য পাওয়া গিয়েছে। তবে এম সিরিজের গ্যালাক্সি এম৩০ কবে উন্মোচিত হবে এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
যদিও দুটি মোবাইলের বক্সে ইয়ারফোন থাকছে না কিন্তু গ্যালাক্সি এম১০ এবং এম২০ এ থাকছে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট, যা ৫১২জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে।
উভয় মোবাইল ভারতে ৫ ফেব্রুয়ারি ২০১৯ থেকে অনলাইনে বিক্রি শুরু করা হবে। স্যামসাং এর ভাষ্যমতে এম সিরিজ মূলত একটি অনলাইন সিরিজ হিসেবেই থাকবে যা দিয়ে তারা তরুণ ক্রেতাদের মন জয় করতে চায়।
ভারতের ক্ষেত্রে শুরুতে অফার হিসেবে থাকছে, দশ মাস পর্যন্ত প্রতিদিন চার জিবি ডাটা জিও এর পক্ষ থেকে। তারসাথে উভয় মোবাইলের কালার অপশন হিসেবে থাকছে, ওশ্যান ব্লু এবং চার্কোল ব্লাক। তাছাড়া উভয় মোবাইলেই ওয়াইডভাইন এল১ সিকিউরিটি সার্টিফিকেশন রয়েছে যার কারনে নেটফ্লিক্স অথবা আমাজন প্রাইমে সর্বোচ্চ রেজুলেশনে ভিডিও স্ট্রিম করা যাবে।
খুব শীগ্রই ফোন দুটি বাংলাদেশের বাজারে উন্মোচিত হবে বলে তথ্য পাওয়া গিয়েছে। তবে এম সিরিজের গ্যালাক্সি এম৩০ কবে উন্মোচিত হবে এই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
0 Comments