সাম্প্রতিক সময়ে ক্যামেরাী ক্ষেত্রে স্মার্টফোনের বিশাল বিবর্তন দেখা যাচ্ছে। স্মার্টফোনের সামনে বা পিছনে আমরা তিনটি ক্যামেরা দেখেছি। এবং দ্বৈত ক্যামেরা এখন এন্ট্রি লেভেল ফোনগুলতেও পাওয়া যাচ্ছে। গত কয়েক মাস ধরে গুঞ্জন শুনা যাচ্ছিল যে নকিয়া পাঁচ ক্যামেরা স্মার্টফোন আনতে যাচ্ছে। এমনকি তাদের অফিসিয়াল ইভেন্ট টিজার থেকে এবং কয়েকটি লিকে বের হয়া ছবিগুলি দেখে এখন পুরপুরি নিশ্চিত যে ২৪ শে ফেব্রুয়ারিতে নোকিয়া পেন্টা বা পাঁচ ক্যামেরা স্মার্টফোনটি উম্মচোন করতে চলেছে। কিন্তু নতুন খবর হলো, নকিয়া পরে, শাওমি ও তাদের পেন্টাগার ক্যামেরা স্মার্টফোনের বিশয়ে কাজ করছে।
সম্প্রতি, শাওমির পণ্য পরিচালক ওয়াং টং থমাস তার উইবো (টুইটারের মতো একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট) অ্যাকাউন্টে শাওমির কয়েকটি ফোনের একটি ছবি প্রকাশ করেছেন। এবং ছবিটির নীচে " শট অন এমআই পেন্টাক্যাম ( SHOT ON MI PENTA CAM) " -এ ওয়াটারমার্ক ছিল। এই ওয়াটারমার্কটি অনেকটা শাওমির ডুয়াল ক্যামেরা ফোন এর ওয়াটারমার্কের মত অনেক। এর মানে হল যে ফোনের দ্বারা এই ছবিটি তোলা হয়েছিল তা সম্ভবত শাওমির কোন নতুন একটি স্মার্টফোন, যা হয়তো ডেভেলপ্টমেন্ট অবস্থায় রয়েছে, এবং যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে পাঁচটি ক্যামেরা সেন্সর থাকতে পারে। যোদিও পোস্টটি করার কিছুক্ষন পর শাওমির নির্বাহী ছবিটি ডিলেট করে ফেলে উইবো থেকে। সম্ভবত তিনি ভুল করে পোস্ট করেছেন অথবা ইচ্ছাকৃতভাবে টিজার হিসাবে পোস্ট করেছেন। তবে যাই হোক, এটি অবশ্যই ২০১৯ সালটি যে অনেক ক্যামেরার বছর হতে চলেছে তা নিশ্চিতভাবেই বলা যাচ্ছে। পেন্টা ক্যামেরার বিভিন্ন সেন্সরগুলি প্রধানত বিভিন্ন অ্যাপারচার এবং ফোকাল লেন্থে ছবি তুলতে সহায়তা করবে এবং ছবিটি আরো চকচকে এবং পরিষ্কার করে তোলে।
0 Comments