টেক জায়ান্ট আসুস দেশের বাজারে আনতে যাচ্ছে দুটি নতুন গ্রাফিক্স কার্ড। এগুলো হলো তাদের এনভিডিয়াড় ROG STRIX RTX 2080 08G এবং এএমডি ROG STRIX RX 590 8G।
আসুসের অফিসিয়াল ইমপোর্টার গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মতে, ROG STRIX RTX 2080 O8G এর মূল্য ৯৭,৫০০ টাকা এবং ROG STRIX RX590 8G এর মূল্য ৩৫,৫০০ টাকা। কার্ড দুইটি গতকাল থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
আসুসের অফিসিয়াল ইমপোর্টার গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মতে, ROG STRIX RTX 2080 O8G এর মূল্য ৯৭,৫০০ টাকা এবং ROG STRIX RX590 8G এর মূল্য ৩৫,৫০০ টাকা। কার্ড দুইটি গতকাল থেকে দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
গত বছর শেষে এনভিডিয়া তাদের পরবর্তী প্রজন্মের RTX লাইনআপ প্রকাশ করেছে। মুক্তির পর থেকেই পিসি ফ্রিক্সদের কাছে ব্যাপক সারা ফেলেছে এই সিরিজের কার্ডগুলিতে ।
ROG STRIX RTX 2080 O8G জিপিউটি তাদের পূর্ববর্তী GTX 1080 লাইনআপ প্রতিস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে।
আসুসের জিপিউটি তাদের স্ট্রিক্স সিরিজের চিরচেনা ট্রিপল ফ্যান ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পাওয়ার ইনপুট জন্য আছে ২ টি ৮ পিনের কানেক্টর । ভাল তাপ কর্মক্ষমতা পাওয়া যাবে একটি কাস্টম পিসিবি হওয়ার কারনে ।
ROG STRIX RTX 2080 O8G জিপিউটি তাদের পূর্ববর্তী GTX 1080 লাইনআপ প্রতিস্থাপন করার জন্য ডিজাইন করা হয়েছে।
আসুসের জিপিউটি তাদের স্ট্রিক্স সিরিজের চিরচেনা ট্রিপল ফ্যান ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পাওয়ার ইনপুট জন্য আছে ২ টি ৮ পিনের কানেক্টর । ভাল তাপ কর্মক্ষমতা পাওয়া যাবে একটি কাস্টম পিসিবি হওয়ার কারনে ।
টিম রেড ফ্যানসদের জন্ন্য আসুস দেশ এনেছে তাদের ROG STRIX RX 590 8জি গ্রাফিক্স কার্ড । মিড বাজেটের মধ্যে এএমডি এর RX590 অনেকের পছন্দের শীর্ষে রয়েছে।
এই জিপিউটিতেও থাকছে ROG STRIX সিরিজের চিরচেনা ট্রিপল ফ্যান ডিজাইন এবং বেটার কুলিং সুবিধাও সমন্বিত থাকছে এই জিপিউতে। জিপিউটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে ৮ পিন কানেক্টার আছে।
এই জিপিউটিতেও থাকছে ROG STRIX সিরিজের চিরচেনা ট্রিপল ফ্যান ডিজাইন এবং বেটার কুলিং সুবিধাও সমন্বিত থাকছে এই জিপিউতে। জিপিউটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে ৮ পিন কানেক্টার আছে।
0 Comments