অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো শাওমির রেডমি নোট ৭ প্রো। এর আগে সম্প্রতি মুক্তি পাওয়া নোট ৭ ছিল বাজারে জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি স্মার্টফোন। এমনকি এখনো এটা দারুনভাবে বাজার মাতিয়ে রেখেছে। সেই নোট ৭ এর রেশ কাটতে না কাটতেই ভারতে নোট ৭ প্রো উন্মোচিত হয়ে গেল আজ। প্রায় হুবহু একইরকম ডিজাইন হওয়া সত্ত্বেও কেন মানুষ নোট ৭ প্রো এর জন্য অপেক্ষা করলো?
কারণ এর প্রসেসর। নোট ৭ প্রো এর মূল চালিকাশক্তি হিসেবে রয়েছে আনকোরা নতুন স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। অক্টাকোরের ৬৪ বিট সিপিইউ সমৃদ্ধ এই চিপসেট সর্বোচ্চ ২ গিগাহার্জ ক্লক স্পীড বা গতি অর্জন করতে সক্ষম, যার ফলে ডেইলি ড্রাইভার হিসেবে অনায়াসেই কোন প্রকার অভিযোগ ছাড়া ব্যবহার করা যাবে রেডমি নোট ৭ প্রো। সাথে আছে ৪/৬৪ এবং ৬/১২৮ জিবির দুটি ভ্যারিয়েন্ট। ব্যবহার করা যাবে ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড। সবধরণের গেইম খেলার জন্য পাচ্ছেন অ্যাড্রেনো ৬১২ জিপিইউ।
৬.৩ ইঞ্চির আই পি এস ডিসপ্লে পাচ্ছেন ১০৮০*২৩৪০ পিক্সেল যার রেজ্যুলেশন। ডিসপ্লে প্রটেকশনে দেয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫। সনির এইএমএক্স ৫৮৬ ক্যামেরা সেন্সর নিয়ন্ত্রিত মূল ডুয়াল ক্যামেরা সেটাপে দেয়া হয়েছে ১.৮ অ্যাপার্চারের ০.৮ মাইক্রন আকারের ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন যুক্ত ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা যাতে ফেজ ডিটেকশন অটোফোকাস বা পিডিএফ আছে। সাথে আছে ২.৪ অ্যাপার্চারের ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর।
সামনে দেয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। হ্যান্ডসেটের বক্সে দেয়া ১৮ ওয়াটের পাওয়ার ব্রিক যা দিবে কুইক চার্জ ৪ এর সুবিধা। যার সাহায্যে ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি চার্জ গ্রহণ করবে বেশ দ্রুতগতিতে। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হ্যান্ডসেটের পেছনের অংশে দেয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে ফেস আনলক অপশন ও পাচ্ছেন।
নোট ৭ এর চেয়ে কিছুটা দামী হলেও নোট ৭ প্রো তে দেয়া হয়েছে উন্নততর চিপসেট। যাতে উন্নত সিপিইউ এবং জিপিইউ থাকায় পাওয়া যাবে দ্রুততর ডেটা প্রসেসিং এবং গেমিং সুবিধা। দামে খুব বেশি পার্থক্য না থাকায় পূর্বসূরি রেডমি নোট ৭ এর চেয়ে রেডমি নোট ৭ প্রো বাজার বেশি কাঁপাবে বলেই মনে হচ্ছে।
এর বেজ ভার্সন এর মূল্য ধরা হয়েছে প্রায় ১৪ হাজার রুপি এবং ১২৮ জিবি ভার্সন ১৭ হাজার রুপি। আকর্ষণীয় এই প্রাইসিং আমাদের দেশে এসে কোথায় পৌঁছায় সেটাই এখন দেখার বিষয়। তবে ধারণা করা হচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নোট ৭ প্রো বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারে।
0 Comments