Subscribe Us

Header Ads

লো-মিডরেঞ্জ যুদ্ধে হুয়াওয়ের নতুন অস্ত্র! হুয়াওয়ে ওয়াই ৭ প্রো

পৃথিবীর সবথেকে বড় মোবাইল ইনফ্রাস্ট্রাকচার প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়ে মোবাইল ফোন তৈরি করছে ১৯৯৭ সাল থেকে। তারই ধারাবাহিকতায় বাজেট ইউজারদের কথা মাথায় রেখে গেল বছরের ডিসেম্বর এ স্ন্যাপড্রাগন চিপসেট বেইজড মোবাইল হ্যান্ডসেট ওয়াই ৭ প্রো এর ২০১৯ সালের ভার্সনটি লঞ্চ করে তারা।

ইতিমধ্যেই বাংলাদেশের বাজারে বিক্রি শুরু হয়ে গিয়েছে মোবাইল হ্যান্ডসেটটি। মোবাইলটিতে আছে ৬.২৬ ইঞ্চির আইপিএস এলসিডি ডিউড্রপ স্ক্রিন। ৭২০x১৫২০ রেজোল্যুশনের চওড়া এই স্ক্রিনের ওপরের অংশে ছোট্ট ডিউড্রপ বা শিশির বিন্দুর মত নচে বসানো আছে ফ্রন্ট ক্যামেরা।
মোবাইলটির মূল চালিকা শক্তি অর্থাৎ সিপিইউ হিসেবে কাজ করবে স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টাকোর চিপসেট এবং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ হিসেবে আছে অ্যাড্রেনো ৫০৬। সারাদিনের সকল কাজ সম্পন্ন করার জন্য হ্যান্ডসেটটিতে দেয়া হয়েছে ৪০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি।
বর্তমানে মোবাইল কেনার সময় অধিকাংশ মানুষই একটা দিক বেশ গুরুত্বের সাথে বিবেচনা করেন, তা হল ক্যামেরা। ওয়াই ৭ প্রো তে মূল ক্যামেরা হিসেবে দেয়া আছে ১৩+২ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা সেটআপ। হুয়াওয়ের ভাষ্যমতে এআই টি প্রায় ৫০০ এর বেশি দৃশ্য শনাক্ত করতে পারে, তাই প্রত্যেকটি ছবিই রিয়েল টাইমে অপটিমাইজড হয়ে আসে।

সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের শক্তিশালী সেন্সর। যার কারণে সব সেলফিই হবে স্বয়ংক্রিয়ভাবে রিটাচ করা। আলাদাভাবে এডিট করার কোন প্রয়োজনই আর হবেনা।

হ্যান্ডসেটটি পাওয়া যাচ্ছে ৩জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ। এতে রয়েছে সর্বোচ্চ ৫১২ পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করার সুবিধা।
অ্যান্ড্রয়েড ওরিও ৮.১ নির্ভর হুয়াওয়ের নিজস্ব ইএমইউআই ৮.২ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ এই মোবাইল হ্যান্ডসেটটিতে নিরাপত্তা সুবিধায় হুয়াওয়ের ফেইস আনলকের দ্বিতীয় ভার্সনটি যুক্ত করা হয়েছে। তবে থাকছেনা কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ব্যবহারকারীর শারীরীক প্রতিবন্ধকতার কথা মাথায় রেখে হ্যান্ডসেটটিতে রাখা হয়েছে ইজি মোড। যা চালু করলে ফন্ট এবং আইকনগুলো সাধারণ আকারের চেয়ে বড় দেখা যাবে এবং লাউডস্পীকারের শব্দও বৃদ্ধি পাবে। ধন্যবাদ হুয়াওয়েকে।
হ্যান্ডসেটটিতে ডুয়াল ৪জি সুবিধা থাকায় একসাথে দুটো ৪জি সিম কার্যকর থাকবে। এছাড়া রয়েছে ভয়েস ওভার এল.টি.ই, ব্লুটুথ ভার্সন ৪.২ এবং ২.৪ গিগাহার্টয এর ওয়াইফাই সংযোগ সুবিধা।  ইউএসবি তে দেয়া হয়েছে টাইপ ২ সংযোগ সুবিধা।
অরোরা ব্লু, কোরাল রেড এবং মিডনাইট ব্ল্যাক এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে হুয়াওয়ে ওয়াই ৭ প্রো ২০১৯ ভার্সনটি।

Post a Comment

0 Comments