সময়ের আলোচিত গেম প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি)। জনপ্রিয় এই গেমটি অনলাইনে একাধিক ব্যক্তি মিলে খেলতে হয়।
টিকে থাকার লড়াইয়ে একে অপরকে হত্যা করার মধ্যে দিয়ে জিততে হয় গেমে। গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে—এমন আশঙ্কা থেকেই গেমটিকে নিষিদ্ধ করেছে নেপাল।-খবর এএফপির।
শুক্রবার গেমটি নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছে নেপাল সরকার। এর আগে ভারতের গুজরাটেও পাবজি গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।
নিষেধাজ্ঞা অমান্য করে গেম খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল তখন। ২০১৭ সালে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বিশ্বব্যাপী ১০ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে েতুমুল জনপ্রিয় এই গেমটি।
বৃহস্পতিবার নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে পাবজি গেম ব্লক করে দেয়ার জন্য লিখিত নির্দেশ পাঠায়। কাঠমাণ্ডু জেলা আদালতের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় এএফপি।
নেপালের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ঢুকিয়ে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলেও মনে করেন তারা।
0 Comments