Subscribe Us

Header Ads

উইন্ডোজ-১০ এ ওয়েবক্যাম অকার্যকর করবেন যেভাবে


প্রযুক্তির উৎকর্ষতায় যেমন সহজ হয়েছে জীবন, তেমনি জটিলতাও বেড়েছে। দ্রুত যোগাযোগ ও সহজলভ্য এসব প্রযুক্তিই আবার ব্যক্তিগত বিষয়ের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

ল্যাপটপের বিল্ট-ইন ক্যামেরা ও অডিও মাইক্রোফোনের মাধ্যমে স্কাইপে, মেসেঞ্জারের মত সোশ্যাল প্ল্যাটফর্মে গ্রাহকের অজ্ঞাতসারেই তার ব্যক্তিগত অডিও, ভিডিও ফাঁস করে দেয়া অসংখ্য ঘটনা রয়েছে।

এসব অ্যাপলিকেশনের সহজ এক্সেস গ্রাহকের গলার ফাঁস হিসেবেও আসীন হতে পারে অনেক সময়, যার অন্যতম বড় উদাহরণ ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ স্বয়ং।

২০১৬ সালে ইনস্টাগ্রামের ৫০০ মিলিয়ন গ্রাহক পূর্তির অনুষ্ঠান উপলক্ষ্যে একটি ছবি শেয়ার করেন জাকারবার্গ।

তাতে দেখা যায় তার ডেস্ক মাইক্রোফোন ও ওয়েবক্যাম টেপ দিয়ে মুড়িয়ে রাখা। তার মানে বোঝা যাচ্ছে জাকারবার্গের মত ব্যক্তিত্বও সামাজিক মাধ্যমের প্ল্যাঠফর্মের নিরাপত্তার ঝুঁকিতে থাকেন।

তবে টেপ দিয়ে অডিও, ভিডিও ডিভাইস বন্ধ রাখার ঝামেলায় না গিয়ে খুব সহজেই স্মার্ট উপায়ে অ্যাপলিকেশনটি বন্ধ রাখা যায়।

আজকের টিপসে উইন্ডোজ-১০ থেকে সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে কীভাবে ল্যাপটপের ওয়েবক্যাম অকার্যকর করা যায়, সেই দরকারি পদ্ধতি তুলে ধরা হয়েছে।

উইন্ডোজ-১০ ল্যাপটপে ওয়েবক্যাম যেভাবে অকার্যকর করবেন
১. আপনার সচল ল্যাপটপে কি-বোর্ডে Windows+R বাটনদ্বয় চেপে Device Manager খুলুন।

অবশ্য ম্যানুয়াল পদ্ধতিতে না গিয়ে সরাসরি কর্টানার মাধ্যমেও ডিভাইন ম্যানেজার খুলতে পারেন।

২. সেখানে আসা ডায়ালগ বক্সে devmgmt.msc টাইপ করুন

৩.  Device Manager এর ডিভাইস লিস্ট এ ক্লিক করে Cameras কিংবা Imaging devices অপশনের খোঁজ করুন। সেখান থেকে থাকা VGA WebCam/Integrated Camera/USB Camera/USB2.0 FGA UVC Webcam ইত্যাদি নামে ক্যামেরার ধরণ লেখা থাকতে পারে।


৪. এরকম ক্যামেরার উল্লেখ থাকা অপশনে ডান ক্লিক করুন

৫. Disable device অপশনটি বাছাই করা হলে ল্যাপটপের ওয়েবক্যাম অকার্যকর হয়ে পড়বে।

৬. একই পদ্ধতি অনুসরণ করে Enable device অপশন বাছাই করার মাধ্যমে পুনরায় ওয়েবক্যাম সচল করা যাবে।

FacebookTwittergoogle_plusShare

Post a Comment

0 Comments