অবশেষে টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে ভারতীয় আদালত। ফলে সমগ্র ভারতেজুড়ে অ্যাপটি ডাউনলোড ও ব্যবহারে আর কোন বিধিনিষেধ থাকছে না। এ বিষয়ে টিকটকের মুখপাত্র এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তে আমরা খুশি। আশা করছি ভারতে যারা নিজের সৃষ্টিশীলতাকে টিকটকের মাধ্যমে প্রচার করে তারাও এ সিদ্ধান্তকে স্বাগত জানাবে। বুধবার (২৪ এপ্রিল) মাদ্রাজ হাইকোর্ট টিকটকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সামাজিক অবক্ষয় ও পর্নোগ্রাফিতে উদ্বুদ্ধ করার দায়ে অ্যাডভোকেট মুথুকুমারের রিটের পরিপ্রেক্ষিতে চলতি মাসের ১৭ তারিখে টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মাদ্রাজ হাইকোর্ট। ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দেশনা গত বুধবার অনুযায়ী আইওএস ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে অ্যাপটি সরিয়ে নেয় অ্যাপল ও গুগল।এতে টিকটকের বেইজিংভিত্তিক ডেভেলপার কোম্পানি বাইটড্যান্স কোম্পানি জানায় দৈনিক গড়ে তাদের ক্ষতি হচ্ছে ৫ লাখ ডলার (চার কোটি ২২ লাখ)। টিকটক মূলত ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরির অ্যাপ। গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের দেওয়া তথ্য অনুযায়ী এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ এবং সারা বিশ্বে টিকটকের ১০০ কোটি ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে ভারতে টিকটকের ব্যবহারকারী সংখ্যা ৩০ কোটি। সূত্র: টেক ক্রাঞ্চ।
0 Comments