বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হল রিয়েলমি সি২। কোম্পানির প্রথম স্মার্টফোন রিয়েলমি ওয়ান এর মতো রিয়েলমি সি২ এর পিছনে থাকছে ডায়মন্ড কাট ফিনিশ।
গত বছর বাজেট সেগমেন্টে লঞ্চ হয়েছিল রিয়েলমি সি ওয়ান। এই ফোনের উত্তরসূরী রিয়েলমি সি২। কোম্পানির নতুন বাজেট স্মার্টফোনে থাকছে 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর ডিসপ্লের উপরে থাকছে ওয়াটারড্রপ স্টাইল নচ।
রিয়েলমি সি২ এর ভিতরে থাকছে MediaTek Helio P22 চিপসেট আর ৩ জিবি র্যাম। রেডমি ৭ আর স্যামসাং গ্যালাক্সি এম ১০ এর মতো বাজেট স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। ১৬ জিবি আর ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতে রিয়েলমি সি২ পাওয়া যাবে।
রিয়েলমি সি২ এর দাম
২ জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজে রিয়েলমি সি২ এর দাম ৫,৯৯৯ রুপী। ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজে রিয়েলমি সি২ কিনতে ৭,৯৯৯ রুপী খরচ হবে।
ডায়মন্ড ব্ল্যাক আর ডায়মন্ড ব্লু কালারে পাওয়া যাবে এই স্মার্টফোন। ১৫ মে দুপুর ১২ টায় ফ্লিপকারট আর রিয়েলমি অনলাইন স্টোরে এই ফোন বিক্রি শুরু হবে।
একই সাথে সোমবার ভাররে লঞ্চ হয়েছে রিয়েলমি ৩ প্র। এই ফোনের ভিতরে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। ভারতে রিয়েলমি ৩ প্র এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ রুপী থেকে।
রিয়েলমি সি২ স্পেসিফিকেশন
ডুয়াল সিম রিয়েলমি সি২ তে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির কালার ও এস ৬.০ স্কিন।
রিয়েলমি সি২ তে থাকছে একটি ৬.১ ইঞ্চি এইছডি+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকছে একটি MediaTek Helio P22 চিপসেট, ৩ জিবি পর্যন্ত র্যাম আর ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ।
রিয়েলমি সি২ ফোনের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার।
এছাড়াও সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে
রিয়েলমি।
দুটি ক্যামেরাতেই থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফোনের ফেস আনলক কাজ করবে।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি সি২ তে থাকছে ৪জি VoLTE, ওয়াই-ফাই, বুলুটুথ ভি ৪,২, জিপিএস/ এ-জিপিএস, মাইক্র-ইউএসবি আর ৩.৫ মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে একটি ৪০০০ এমএএইছ ব্যাটারি।
0 Comments